ডুয়েটে নানা কর্মসূচিতে বর্ষবরণ
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। বাংলা নববর্ষ- ১৪৩০ উদ্যাপন উপলক্ষ্যে আজ শুক্রবার (১৪ এপ্রিল, ২০২৩ খ্রি.) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য বৈশাখি র্যালি ও মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষ- ১৪৩০ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান এক বিবৃতিতে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এই উৎসবটি বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা, বাঙালির জীবনাচারণ, সাহিত্য-সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। আমরা বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জন করি।
তিনি আরো বলেন, বাঙালি জাতি শেকড় সন্ধানের মহান চেতনাবাহী এই বর্ষবরণ উৎসবকে ধারণ করেছে তার জীবনযাত্রা ও সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে। তিনি অতীতের সব গ্লানি ও পঙ্কিলতাকে পেছনে ফেলে নতুন বর্ষকে বরণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে শপথ গ্রহণের উদাত্ত আহবান জানান। এছাড়া তিনি ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁদের পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সম্মুখে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে চিত্র প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্মার্ট বাংলাদেশ গঠন হোক বাংলা নববর্ষের অঙ্গীকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা নববর্ষ- ১৪৩০ উদ্যাপিত হয়েছে।