ডুয়েটে ‘তাপ প্রবাহ সম্পর্কিত অসুস্থতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘তাপ প্রবাহ সম্পর্কিত অসুস্থতা’ বিষয়ক সেমিনার আজ সোমবার (০৩ জুন, ২০২৪ খ্রি.) অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে আমরা প্রায়ই বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, বন্যা ও তাপ প্রবাহসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচিসহ বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করছেন। এছাড়া জলবায়ু পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্ভাবনী ধারণার বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উপাচার্য আরো বলেন, আমাদের উচিত পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা এবং তাপ প্রবাহ সম্পর্কিত অসুস্থতা সম্পর্কে নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। এ সময় তিনি ১৫ আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁদের পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) টিমের টিম লিডার ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর-এর মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও মেডিকেল সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল সেন্টারের অফিস প্রধান ও ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. আলী আজগর খান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।