ডুয়েটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (০৫ অক্টোবর, ২০২৪ খ্রি.) সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন (একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বাণীতে তিনি শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় আত্মনিয়োগ এবং নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার উদাত্ত আহবান জানান।
বর্ণাঢ্য র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. খসরু মিয়া, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোছা. তহুরা পারভীন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।