ডুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘সকলের উপস্থিতির কারণে এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা খুবই উপভোগ্য হয়েছে। খেলাধুলায় যেমন জয় আছে, তেমনই পরাজয় আছে। খেলাধুলা আমাদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, সময়ানুবর্তিতা এবং নেতৃত্বদানের মতো নানাবিধ ভালো গুণাবলি অর্জনসহ একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম একান্তভাবে জরুরি।’ তিনি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ -এ বিজয়ী, বিজিত ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এমন প্রাণবন্ত ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) ও সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ রানার আপ হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ স্থানীয় দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা গত ০৮ ডিসেম্বর থেকে শুরু হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০টি দল অংশগ্রহণ করে।