শোক বার্তা - শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে ডুয়েট উপাচার্যের শোক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি-এর রত্নগর্ভা মাতা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
এক শোক বার্তায় তিনি বলেন, মরহুমা রহিমা ওয়াদুদ গণতন্ত্র ও বাঙালীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ভাষাবীর এম এ ওয়াদুদের পত্নী। রত্নগর্ভা মাতা ও ভাষাবীর-এর স্ত্রী মহিয়সী নারী মিসেস রহিমা ওয়াদুদ তাঁর স্বামীর রাজনৈতিক জীবনে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। এছাড়া সস্তানদের সুশিক্ষা দিয়ে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলেছেন। আমরা এই রত্নগর্ভা মাতা ও ভাষা সৈনিক-এর স্ত্রী মহিয়সী নারী মিসেস রহিমা ওয়াদুদের প্রয়াণে গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ভাষাসংগ্রামী মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী রহিমা ওয়াদুদ আজ দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।