ডুয়েটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা-এঁর ৭৭তম জন্মদিন উদ্যাপন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর।
আজ (২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বাণী দেন। বাণীতে তিনি বলেন, বাঙালির নব দিগন্তের কান্ডারি, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের ঐক্যের প্রতীক ও ভরসার শেষ আশ্রয়স্থল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাঙালি জাতির আশা-আকাক্সক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্নসারথী। তাঁর মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে আজ বাংলাদেশ স্মার্ট রাষ্ট্র গঠনের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তাঁর নিখাদ দেশপ্রেম, দূরদর্শিতা, দৃঢ়চেতা ও মানবিক গুণাবলী তাঁকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। তিনি শুধু বাংলাদেশই নয়, বিশ্ব পরিমন্ডলে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব ও দিক-নির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব ও দিক-নির্দেশনা অনুসরণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের দর্শন নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।
জন্মদিন উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচীর মধ্যে আরো ছিল বাদ যোহর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং বিকেলে রয়েছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘটনাবহুল জীবনের উপর ডকুমেন্টারি প্রদর্শনী।